শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইপজিটি’র ব্যতিক্রম আয়োজন “ভাষার সাথে”

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইপজিটি’র ব্যতিক্রম আয়োজন “ভাষার সাথে”

“তারুণ্যের মেধায় বাংলা ভাষা” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা নিয়ে প্রতিযোগীতা মুলক ব্যতিক্রমী আয়োজন “ভাষার সাথে” অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড’ বিজয়ী আই পজেটিভ নামে সমাজকল্যাণমূলক একটি সংগঠন এ ব্যতিক্রম আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, আই পজিটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরনবী চঞ্চল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর প্রায় এক হাজার দুই শ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে