বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

ঘাটাইলে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর আত্নহত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮
ছবি যাযাদি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার খরাবর পারিবারিক কলহের জের ধরে স্ত্রী কে বেধেঁ রেখে আহাদ(২৮)নামে এক যুবক ফাসিতে ঝুলে আত্নহত্যা করেছে।

শুক্রবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী যোগাদা গ্রামের ইউনুস আলীর ছেলে।তিনি প্রান (আরএফএল) কোম্পানীতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন।

পুলিশ , বাসার মালিক আলিম ও প্রতিবেশীরা জানায়, নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী যোগাদা গ্রামের আহাদ(২৮) দুই বছর যাবৎ প্রান (আরএফএল) কোম্পানীতে টাঙ্গাইলের ঘাটাইল চাকরী করে আসছে। স্ত্রী মিলি কে নিয়ে চলতি বছর ২৭ জানুয়ারী পৌর এলাকার আলিমের বাসা ভাড়া নেয়।শুক্রবার রাত ৮টায় স্ত্রী মিলি খাতুনের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে চেয়ারের সাথে বেঁেধ রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাসিতে ঝুলে পরেন।

স্ত্রী মিলির ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে দরজার ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় আহদ কে নামিয়ে হাসপাতপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত আহাদের ভাই মজনু জানান আমার ভাইয়ের সাথে ভাবীর খারাপ সম্পর্ক ছিলো না কিন্তু কেনো আত্নহত্যা করলেন জানি না ।

এ ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)রফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান সম্ভবত পারিবারিক কলহের কারনে আত্নহত্যার ঘটনা ঘটতে পারে। সুরতহার প্রতিবেদন তৈরী করছি তদন্ত সাপেক্ষ জানা যাবে মৃত্যুর কারণ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে