নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে রোববার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত’র সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম পিপিএম প্রমুখ। সভায় জানুয়ারী মাসে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দূর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোমহাম্মদ আক্কাছ আলী, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হকসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
যাযাদি/ এস