শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

পাবনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

পাবনা প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪
ছবি যাযাদি

পাবনায় পূর্ব বিরোধের জেরে শহরের তালবাগান পাড়ায় আবুল কাশেম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত আবুল কাশেম (২৭) তালবাগান পাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ৯ ফেব্রুয়ারী রাতে শহরের শালগাড়িয়ার তালবাগান পাড়াস্থ খাদিজাতুল কুবরা জামে মসজিদের জালসায় আবুল কাশেমের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার পিতা লাড্ডু সুলতানের। পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে দেয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে আবুল কাশেম তার বাড়ি থেকে বেড় হয়ে সামির হোসেনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এসময় সামির ও তারা বাবা লাড্ডু সুলতান বাড়ি থেকে বের হয়ে আবুল কাশেমকে এলোপাথারী ছুরিকাঘাত থাকে। এসময় স্থানীয় এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাবনা পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে