শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

স্বর্ণের চালানসহ আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬
স্বর্ণের চালানসহ আটক ৩

ঢাকার কেরানীগঞ্জে ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাপুলিশ। আটকরা হলেন যশোর জেলার সাগর বিশ্বাস (২৭), বরিশালে রাসেল হাওলাদার (২৭) ও বাকেরগঞ্জে আতিকুর রহমান (২৮)। জব্দকৃত ১০টি স্বর্ণের বারের ওজন এক কেজি ১৭৩.১৯ গ্রাম। যার মূল্য এক কোটি ২৩ লাখ ৯ হাজার ৬০২ টাকা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট এলাকায় তিন যুবকের দেহ তল্লাশি চালানো হয়।

এ সময় সাগর বিশ্বাস, রাসেল হাওলাদার ও আতিকুর রহমান কাছ থেকে পলিথিনে মোড়ানো ২টি প্যাকেটে মোট ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে মামলার প্রস্তুতি চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে