শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

"আমরা যখন টহলে থাকি সে সময়ে হয়তো চেয়ারম্যানরা ঘুমিয়ে থাকেন"

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫
ছবি: সংগৃহীত

"চুরি-মাদক ঠেকাতে পুলিশের টহল কম"- আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় চেয়ারম্যানদের এমন প্রশ্নের জবাবে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) তানসেন বলেছেন,"আমরা যখন টহলে থাকি সে সময়ে হয়তো চেয়ারম্যানরা ঘুমিয়ে থাকেন। শুধু পুলিশকে একা কাজের নির্দেশনা দিলেই হবে না। চেয়ারম্যানরাও নিজেদের লোক দিয়ে রাতের পাহারার ব্যাবস্থা করলে জনগণ উপকৃত হবে"।

কাউকে ধরে আনার প্রশ্নে এস.আই বলেন,"আমরা শুধু মাদক ও অজ্ঞাত লাশের মামলার বাদী হতে পারি। অন্যান্য মামলায় আমাদের শুধু তদন্তের প্রতিবেদন দেওয়ার দায়িত্ব। সেখানে বাদীপক্ষ যাকে আসামি করবে আমাদের ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেখানে আমাদের কিছুই করার থাকেনা"।

টহলের সীমাবদ্ধতার বাস্তবতা সম্পর্কে এসআই তানসেন বলেন,"গোপন কথা যদি বলি তাহলে আপনার অবাক হবেন। কেননা, রাতে টহলের গাড়িতে যে তেল দেওয়া হয় তা শেষ হয়ে আরও নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তেল কিনে টহল পুলিশ ডিউটি করে। ৯৯৯ নাম্বারে যেসকল কল আসে সেখানে ছুটতে ছুটতেই সময় শেষ। তারপরও আমরা চেষ্টা করে যাই"।

প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দের এক অভিযোগের জবাবে এস.আই তানসেন বলেন, "প্রহলাদপুরের দক্ষিণ থেকে কাওরাইদের হয়দেপুর বেশ দূরত্ব। শ্রীপুরের লোকজনের তুলনায় পুলিশ সদস্য তুলনামূলক অনেক কম। আমাদের বিরুদ্ধে যত দোষ দেন তার চেয়ে বেশী কষ্ট"।

মামলার তদন্তের বিষয়ে কাওরাইদ ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজের এক প্রশ্নের জবাবে এসআই তানসেন বলেন, " কাওরাইদ এলাকার হত্যা মামলার আসামি সম্পর্কে দীর্ঘদিন আমি তদন্ত করে প্রতিবেদন দিয়েছি। সেখান থেকে আপনার ভাইকে বাদ দেওয়া হয়েছে। তারপরও পুলিশের তদন্ত সম্পর্কে নেতিবাচক মনোভাব থাকে"। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন এসআই তানসেন। উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান,শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী আব্দুস ছামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রফিকুল ইসলাম,তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন,গোসিংগা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান শাহীনসহ একাধিক বীর মুক্তিযোদ্ধাগন।

সভায় বক্তারা এ উপজেলায় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে