শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গফরগাঁওয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত সেমিনার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৮
গফরগাঁওয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত সেমিনার

"প্রবাসীর কল্যাণ,মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার'' এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন,গফরগাঁও এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ময়মনসিংহের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ হাসান, প্রবাসী কল্যাণ ব্যাংক গফরগাঁও শাখার ব্যাবস্থাপক খাইরুল আলম , গফরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমুখ।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অমিত সরকার।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, বিদেশ ফেরতকর্মী, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে