বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

লামায় মানবজমিন-এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লামা প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১
লামায় মানবজমিন-এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক মানবজমিন পত্রিকা গৌরব ও সাফল্যের সাথে ২৬ বছর অতিবাহিত করে ২৭ বছরে পদার্পণ করায় বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ-উল্লাসে গণ মানুষের প্রিয় পত্রিকা মানবজমিনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৮ফেব্রুয়ারী) বেলা ১২ টায় লামা প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকাটির ভবিষ্যত পথচলার জন্য দোয়া মোনাজাত ও কেক কেটে আলোচনা সভার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।

দৈনিক মানবজমিন পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি মোঃ তৈয়ব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন,লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ,লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ,লামা প্রেস ক্লাবের সম্পাদক মোঃ কামরুজ্জামান,সাবেক সম্পাদক মুহাম্মদ কামাল ভদ্দিন,যুগ্ন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন,লামা সাংবাদিক ফোরাম এর সভাপতি ইউছুপ মজুমদার,সম্পাদক নুর মোঃ মিন্টু,লামা রিপোর্টার্স ক্লাবের সম্পাদক বেলাল আহমদ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ,জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের পদচারণা প্রতিষ্ঠা বার্ষিকী মিলনমেলায় পরিণত হয়েছিল। আলোচনা সভায় বক্তারা বলেন,মানবজমিন গণ মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকা গুলোর মধ্য মানবজমিন সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

এজন্য মানবজমিন পত্রিকার সম্পাদক-প্রকাশক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সেইসাথে সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে