ফেনীর পরশুরামে মুহুরি নদীর পাড়ের মাটি কাটার অপরাধে জব্দকৃত স্কেভেটর মালিকের এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্কেভেটরের মালিক দাবিদার মো. ছুট্টুোকে অর্থদণ্ডের আদেশ দেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় গত ১৫ ফেব্রুয়ারি পরশুরাম পৌর এলাকার বেড়াবাড়িয়া ও বাঁশপদুয়া এলাকায় মুহুরী নদীর পাড়ের মাটি কাটার অপরাধে দুটি স্কেভেটর জব্দ করে উপজেলা ভূমি অফিসে প্রাঙ্গণে নিয়ে আসেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পনের দিন পর চিথলিয়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মো. ছুট্টুো স্কেভেটরের মালিক দাবি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়।
ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা জানান মুহুরী নদীর তীরের মাটি কাটার অপরাধে দুটি স্কেভেটর জব্দ করা হয়। গাড়ির মালিক ছুট্টুোর ১ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।
যাযাদি/এসএস