শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চৌহালীতে বিকল্প জীবিকারক জন্য ১৬ জেলেকে বকনা বাছুর বিতরণ

চৌহালী প্রতিনিধি
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪
চৌহালীতে বিকল্প জীবিকারক জন্য ১৬ জেলেকে বকনা বাছুর বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১৬ প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে চৌহালী উপজেলার মৎস্য অফিসার( অদা:) শামীম রেজার সভাপতিত্বে ও জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনে উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাফসান রেজা, থানার তদন্ত ওসি শাখাওয়াত হোসেন, কৃষিবিদ আতিকুর রহমান প্রমুখ।

এদিকে বক্তারা বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের জন্য এমন প্রকল্প প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রীর নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।'

উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ চৌহালী উপজেলায় ১৬জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় জেলার বাকি সুবিধাভোগী প্রান্তিক জেলেদের এই প্রকল্পের আওতায় আসবে ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে