বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ডামুড্যায় জাতীয় বীমা দিবস পালিত

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৪, ২০:৪৪
ডামুড্যায় জাতীয় বীমা দিবস পালিত

"করবো বীমা গড়বো দেশ' স্মার্ট হবে বাংলাদেশ"এই স্লোগানে শরীয়তপুরের ডামুড্যায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় বীমা দিবসের র‌্যালি ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে ডামুড্যা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম এর সভাপতিত্বে ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের, ডিজিএম (উন্নয়ন) ও সার্ভিস সেল (ইনচার্জ) মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জীবন বীমা কর্পোরেশন এর উন্নয়ন ম্যানেজার (ইনচার্জ) মোঃ জিল্লুর রহমান, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মতিউর রহমান, মেঘনা লাইফ ইনসুরেন্স কোম্পানির মোঃ আবু তালেব খান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোঃ বিল্লাল হোসেন,নাজমুন্নাহার নিটু, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের এনায়েত উল্লাহ সহ বিভিন্ন বীমা কোম্পানীর শতাধিক সদস্যবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে