সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শার্শায় লাশের সঙ্গে পাওয়া গেলো সোয়া পাঁচ কেজি স্বর্ণ

শার্শা (যশোর ) প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৪, ২০:০৯

যশোরের শার্শার সীমান্তের ইছামতী নদী থেকে নিখোঁজের তিনদিন পর ৫ কেজি ২৭০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ মশিয়ার রহমান (৫২) নামে এক পাচারকারীর মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার হরিশচন্দ্রপুর গ্রামের সীমান্ত ঘেষা ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মশিয়ার ওই গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন মশিয়ারকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যায়। রাত বাড়লেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।

পরে জানতে পারেন, স্বর্ণব্যবসায়ী আব্দুর রহিম বক্সের ছেলে হাবিব ও জেহের আলীর ছেলে জামাল হোসেন তাকে স্বর্ণের একটি চালান দিয়ে ভারতে পাঠিয়েছে। পথিমধ্যে ইছামতী নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যায় মশিয়ার। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। তিনদিন পর আজ সকালে ১৭/৭ এস আর ৬০ পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীতে মরদেহটি ভেসে ওঠে।

পরে বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে। এ সময় তার মরদেহে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় চারটি প্যাকেটে ৪০ স্বর্ণের বার পাওয়া যায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, জব্দ করা স্বর্ণ যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। পাচারকারীর মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে