শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বাকেরগঞ্জে চোরাই ৭ গরুসহ আটক তিনজন

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৪, ১৬:৩৩
বাকেরগঞ্জে চোরাই ৭ গরুসহ আটক তিনজন

বাকেরগঞ্জে চুরি হওয়া ৭ টি গরুসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। তাদের কাছ থেকে ৭টি গরু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বাকেরগঞ্জ বিভিন্ন এলাকায় বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ চোর কে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান চোরাই গরু সংক্রান্তে দুধল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুন্দর কাঠি গ্রামের, ভুক্তভোগী মো: বজলুর তালুকদার বাকেরগঞ্জ থানায় এসে গরু চুরির অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে গত ১৩ ই মার্চ বিকালে বাকেরগঞ্জ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্যের ৭টি গরুসহ আটক করেন ।

চোর চক্রের সদস্যরা হলেন (১) মোঃ হোসেন হাওলাদার ,পিতা মৃত মোকসেদ হাওলাদার গ্রাম সভাকাঠী (২) হারুন চৌকিদার ,পিতা মৃত মুনসুর আলী চৌকিদার ,(৩) মো:মিলন শিকদার পিতা-মৃত এলেম সিকদার , বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান এরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে নিয়ে এসে বিভিন্ন অঞ্চলে বিক্রি করে দেয়। গরু চুরি রোধে আমাদের আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, তবে জনগণের মধ্যে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে