নেত্রকোনার দুর্গাপুরে ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান মনি (৫০) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেন ওরফে আলেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই আসামি তোফাজ্জল হোসেন ওরফে দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর এলাকার আব্দুল হানিফের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখা নিষেধ করাকে কেন্দ্র করে কৃষ্ণেরচর এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুজ্জামান মনি। এ ঘটনায় ১৫ মার্চ নিহত মনিরুজ্জামান মনির এর ছোট ভাই আনিসুজ্জামান মানিক বাদী হয়ে দুর্গাপুর থানায় তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে ৭ জনের নামে মামলা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোঃ শাহ-জাহান সঙ্গী টিম গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামী তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
যাযাদি/ এসএম