বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

চরভদ্রাসনে ওয়েজ অর্নার্স কল্যান বোর্ডের সেমিনার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ২০:০৮
চরভদ্রাসনে ওয়েজ অর্নার্স কল্যান বোর্ডের সেমিনার

ফরিদপুরের চরভদ্রাসনে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়ে।

বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন চরভদ্রাসন ও ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুর এর আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. গিয়াস উদ্দীন (উপসচিব) ও পরিচালক(আইআরপি) ওয়েজ অনার্স কল্যান বোর্ড।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব, মো. আশিক সিদ্দিকী, ওয়েল ফেয়ার সেন্টার ফরিদপুর, মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ, বিদেশ প্রত্যাগত তাসলিমা আক্তার, শেখ তোতা, রেহানা আক্তার প্রমূখ।

সেমিনারে বিদেশ প্রত্যাগতদের আত্বকর্মসংস্থানের লক্ষে ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক বাস্তবায়িত নগদ প্রনোদনা, কাউন্সেলিং, উদ্যোক্তা প্রশিক্ষন গ্রহনে সহযোগিতা, ঋন প্রাপ্তিতে সহায়তা, দক্ষতা সনদ প্রদান সহ প্রভূত বিষয়ে আলোচনা ও অবহিত করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে