দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করছে সরকার।
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, কর্মসূচি ব্রিফিং করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্যরা।
এদিন উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি আউশ ধানের বীজ বিতরণ করা হয়।
বিনামূল্যে এ সার-বীজ কৃষকরা দেওয়ায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের।
যাযাদি/ এম