পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এম গোলাম মোস্তফা তালুকদার।
বুধবার ( ১০ এপ্রিল ) বিকেলে নিজ বাসভবন থেকে উপজেলার দুই শতাধিক মানুষদের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন গোলাম মোস্তফা।
উপহার হিসেবে নগদ অর্থ, তেল, চিনি, সেমাই, দুধের প্যাকেট, চাউল, তুলে দেন তিনি। এছাড়াও ঈদ আনন্দ ভাগাভাগি করতে তিনি ৫০ জন সাংবাদিককে ঈদ সালামি তুলে দেন।
এসময় টি.এম গোলাম মোস্তফা বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি অবহেলিত মানুষের সুখে দুঃখে পাশে আছি এবং থাকব। পাশাপাশি ঈদ সালামি দিয়ে আমাদের সাংবাদিকদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলাম। আল্লাহ পাক আমাদরকে মিলে মিশে থাকার তৈফিক দান করুক।আমিন।
যাযাদি/ এস