রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় ৭দিনব্যাপি বইমেলা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৯
ছবি : যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় সচেতন সাহিত্য—সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ৭ দিনব্যাপী ৩১তম বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উদ্ধোধন হচ্ছে।

রোববার (১৪এপ্রিল)বিকাল থেকে সদরের ঐহিত্যবাহী সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত ৭দিন ব্যাপী ৩১তম বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করবেন, পাবনা—৩আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। সচেতন সাহিত্য—সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবুল জানান, সচেতনের বইমেলা ও সাংস্কৃতিক উৎসব এখন শুধুমাত্র ভাঙ্গুড়াবাসীর মেলা নয়। এটি সমগ্র চলনবিল অঞ্চলের লাখো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে।

সচেতন সাহিত্য—সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবু সাঈদ জানান, বই হোক মানুষের সবচেয়ে ভালো বন্ধু ও নিত্যসাথী‌। সুস্থ বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম ও সভ্যতা বিকাশের চাবিকাঠি।

উল্লেখ্য,১৯৮৬ সালে ভাঙ্গুড়া সদরে সচেতন সাহিত্য—সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠিত হয়। সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও অসাম্প্রদায়িক সমাজ গঠনই যার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই বিগত ৩০ বছর যাবৎ বইমেলা ও সাংস্কৃতিক উৎবের আয়োজন করে আসছে। সাত দিনব্যাপী ৩১তম বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে অর্ধশতাধিক বুক ষ্ঠল সহ পণ্যের ষ্ঠল অংশ গ্রহণ করছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে