গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার বিকেলে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার স্টেশনের ৪ টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ডাক্তার বাড়ি মোড় এলাকায় এজি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার স্টেশনের ৪ টি ইউনাইটেড কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে সাড়ে পাঁচটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন নেভানো হয়।
আগুনে ঔষধ, ডিম, লেপতোশক ও মুদির ১০টি দোকান, দোকানে থাকা মালামাল, একটি পিকআপ, গ্যাস সিলিন্ডার এবং একটি বসতবাড়ির কাঁচা রুম আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কের থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
যাযাদি/ এস