মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এসএমপির উন্নয়ন প্রকল্প ও নির্মাণ কাজ পরিদর্শনে অতিরিক্ত আইজিপি তওফিক

সিলেট অফিস
  ১৬ এপ্রিল ২০২৪, ১৫:৩২
আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:২১

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) প্রতিষ্ঠিত হয়েছিলো ২০০৬ সালের ১৮ অক্টোবর। এত বছর পার হওয়ার পরও এসএমপি কমিশনারের নিজস্ব কার্যালয় নেই। একটি ভাড়া বাসায় থাকতে হচ্ছে পুলিশ কমিশনারকে। সেখানে নেই সুবিশাল কনফারেন্স হল, নেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। শুধু কমিশনার নন, এসএমপির ডিসিদেরও একই একই অবস্থা। ভাড়া বাসায় তাদের কার্যালয়। মুন্সিপাড়ায় ডিবি ডিসি কার্যালয় থাকলেও সেখানে নেই কোনো সাইনবোর্ড। সেখানে চারতলা বাসায় ডিসি উত্তরসহ ডিবি ডিসি, বোম ডিসপোজাল ইউনিট, ডিসি প্রসিকিউশন। এসএমপির তীব্র আবাসন সমস্যা দূর করার লক্ষ্যে উন্নয়ন প্রকল্প ও নির্মান কাজ পরিদর্শন করলেন

অ্যাডিশনাল আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম (বার)।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পরিদর্শনের শুরুতে সম্মানিত অ্যাডিশনাল আইজিপিকে এসএমপি পুলিশ লাইন্সে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম।

এসময় এসএমপি পুলিশের একটি চৌকস ওনার গার্ড দল অ্যাডিশনাল আইজিপিকে সশস্ত্র সম্মান প্রদান করেন। পরে তিনি এসএমপি পুলিশে‘র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি পর্যায়ক্রমে এসএমপি পুলিশ লাইন্সের নির্মানাধীন ১৫ তলা ভিত বিশিষ্ট ২ টি টাওয়ার ভবন, কোতোয়ালী মডেল থানার নির্মানাধীন ১০ তলা ভিত বিশিষ্ট ভবন, এসএমপি পুলিশ হেডকোয়ার্টার্স, নাইওরপুলের নির্মানাধীন ২৩ তলা ভিত বিশিষ্ট ভবন, প্যারাইরচকে এসএমপি পুলিশের জন্য প্রস্তাবিত জায়গা, পীরের বাজারে শাহপরাণ (রহঃ) পুলিশ ফাঁড়ির জন্য প্রস্তাবিত জায়গা, এয়ারপোর্ট থানার সাহেবের বাজারে পুলিশ ক্যাম্পের জন্য প্রস্তাবিত জায়গা, লামাবাজার পুলিশ ফাঁড়ির নির্মানাধীন ৬ তলা ভিত বিশিষ্ট ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ অ্যাডিশনাল আইজিপিকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে এসএমপি ও সিলেট রেঞ্জের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দদের সাথে আলোচনা সভায় অংশগ্রহণ করেন অ্যাডিশনাল আইজিপি মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সিলেট আরআরএফ কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবীর, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট জেলা (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় মোঃ জেদান আল মুসা, পিপিএম।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে