মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৩

কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস -২০২৪ পালিত হয়েছে।

১৭ এপ্রিল (বুধবার) সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও সকাল ৯ টা ১৫ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল।

এছারা উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা হাসিবুল হাসান, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. নাজমুল হাসান, শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না সহ কচুয়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন- আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে