মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিবচরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ১৫:০৪

মাদারীপুর শিবচর উপজেলায় বজ্রপাতে শারমিন আক্তার (৩৫) ও মো. রাশেদ মুন্সী (২৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সুতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাতও হতে থাকে। এসময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্না ঘর থেকে বসত ঘরে যাওয়ার সময় উঠানের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো. রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর থেকে দুই বাড়িতেই চলছে শোকের মাতম।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, বজ্রপাতে আহত সোথারপাড় থেকে শারমিন নামের নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। হয়তো পথেই তিনি মারা গেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, বজ্রপাতে আলাদা ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি দুঃখজনক।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে