গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিঘিরহাটে মাহাবুর হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে রবিবার দুপুরে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহব্বায়ক এম এ মতিন মোল্লা, সাবেক ইউপি সদস্য মজিদুল ইসলাম পুতুল, কমরেড রফিকুল ইসলাম, কৃষকনেতা আবুল কাসেম, ইউপি সদস্য আঃ রউফ, শেখ সাদী, যুবলীগনেতা আঃ মমিন, নিহত মাহাবুরের স্ত্রী সেতারা বেগম, মেয়ে মারুফা বেগম, ছোট ছেলে রকি মিয়া, জামাই মামুন, মামলার বাদী ছোট ভাই আঃ ছালাম প্রমুখ।
গত ৩ এপ্রিল উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও শিবরামপুরে গ্রামের মাহাবুরকে বাড়ী থেকে ডেকে এনে পতিপক্ষ উপুর্র্যপুরী ধারাল অস্ত্রের আঘাত করলে মাহাবুর রহমান নিহত হয়।
এঘটনায় একই গ্রামের আতোয়ার রহমান, আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক সহ ১১জন আসামী করে হত্যামামলা দায়ের করা হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
যাযাদি/ এম