রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৪, ১৯:৩৪
পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বিকেল পাঁচটায় পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছেন, আগামী ২১মে অনুষ্ঠিতব্য ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আ'লীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, জেলা আ'লীগের সাবেক নেতা আশরাফুল ইসলাম সজিব, উপজেলা আ'লীগের সহসভাপতি মহিউদ্দিন মুকুল, সমাজ সেবিকা রুমানা আক্তার,ডিস ব্যবসায়ী নুরুল আমিন।

ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন,

বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজিজ, সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আহসান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক নাসির উদ্দিন বাদশা, ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন ছিদ্দিকী, শাহাব উদ্দিন।

নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান নারী ভাইস এডভোকেট উম্মে কুলসুম মিনু, সাংবাদিক জহিরুল ইসলামের স্ত্রী ইয়াছমিন সোলতানা, পেকুয়া কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান নুরুল আবছারের স্ত্রী রাজিয়া সোলতানা, ফাতেমা বেগম ও আজমীর নুরে জান্নাত।

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিল বিভিন্ন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বাচাই করা হবে। ২৪-২৬ এপ্রিল মনোনয়নপত্র বাচাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধ আপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২ মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২১ মে পেকুয়া উপজেলার সবকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে