সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ১২:২৭
ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ 

৬ষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলায় মনোনয়নপত্র দাখিলকারী ২১ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় নীলফামারী জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সকল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২ ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে রয়েছেন, বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ (আনারস), ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন (হেলিকপ্টার), সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী (কাপ-পিরিচ), কেন্দ্রীয় যুবলীগ নেত্রী সরকার ফারহানা আখতার সুমি (টেলিফোন), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার (ঘোড়া), রাকিব আহসান প্রধান (কই মাছ), মদন মোহন সিংহ পিন্টু (মোটরসাইকেল) এবং এহছানুল হক (দোয়াত-কলম)।

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে 'ভাইস-চেয়ারম্যান' পদে ৮ জন প্রার্থীর মাঝে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রাশেদুজ্জামান রাশেদ (টিয়া পাখি), দিলীপ কুমার মুখোপাধ্যায় (টিউবওয়েল), জামাল উদ্দিন আহম্মেদ জামান (মাইক), রোকনুজ্জামান রানা (বৈদ্যুতিক বাল্ব), মতিউর রহমান রুবেল (উড়োজাহাজ), রণজিৎ কুমার রায় (বই), মাছুম বিল্লাহ (তালা), এটিএম মিরাজুল কবীর (চশমা)। সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন, লাইলী বানু লিলি (ফুটবল) শিল্পী আকতার বানু (কলস), সন্ধ্যা রাণী রায় (বৈদ্যুতিক পাখা) বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ(হাঁস) ও ফেরদৌসী বেগম (প্রজাপতি)।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে