দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে একই স্থানে একই সময়ে জনসভা আয়োজনের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছেন ৩ প্রার্থী। আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে সজাগ নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, ৩য় ধাপের প্রচার-প্রচারণার শেষ দিন ২৭ মে (সোমবার) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র পাকেরহাট শহীদ মিনার চত্বরে জনসভা আয়োজন করতে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হেলিকপ্টার প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আনারস প্রতীকের প্রার্থী দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন করেছেন।
তবে একই স্থানে একই সময়ে ৩ প্রার্থীর জনসভা আয়োজনের বিষয়টি প্রচার হওয়ায় এটি উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়তি আলোচনা যোগ করেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রোস্তম আলী বলেন, জনসভা আয়োজনে অনুমতির বিষয়টি থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখভাল করে। অবস্থা বুঝে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাতে প্রার্থীদের বলা হয়েছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ৩ প্রার্থীর একই সময়ে জনসভা করার আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচারণা শুরুর প্রথম দিনেই ৩ প্রার্থী আবেদন দিয়েছেন। তাঁদের সাথে কথা বলে সমন্বয় করে জনসভা আয়োজনের সময় ও ভেন্যু নির্ধারণ করা হবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা ও নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রস্তুত। এতে সকল প্রার্থী, সমর্থক ও ভোটারদের সহযোগিতা প্রয়োজন যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
যাযাদি/এসএস