শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত মিন্টু 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ১৬:৫৬
ছবি-যায়যায়দিন

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৬৪ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪৬ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৮ হাজার ৩৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ার হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮৮২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪৪ হাজার ৮৩৮ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোছাঃ মনোয়ারা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিতা রাণী পেয়েছেন ২৭ হাজার ৫২৯ ভোট।

মঙ্গলবার (২১) মে সকাল আটটা থেকে বিরতিহীন ভাবে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী এবং সহকারী রির্টার্নিং কর্মকর্তা জি আর সারোয়ার এ ফলাফল ঘোষণা করেন।

এ উপজেলায় ১০৫ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলো ২ লাখ ৮০ হাজার ২৩৯ জন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে