শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সেনাবাহিনীর সংবর্ধনা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ১৮:০৭
ছবি যাযাদি

খাগড়াছড়ির গুইমারায় প্রতিষ্ঠিত শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।

মঙ্গলবার (২১ মে) সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন ও ২৪ আর্টিলারি বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের স্পৃহা জাগানোর লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সকলককে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন এবং ভবিষ্যতেও এধরনের উদ্দীপনামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফাসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে