রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

হালুয়াঘাটে শিক্ষা সফরে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ১৯:২৩
ছবি যাযাদি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শিক্ষা সফরে এসে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই স্কুল ছাত্রের নাম রাফিন (১০)। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মালগুদাম এলাকার মৃত জামাল মিয়ার পুত্র। বুধবার (২২ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট উপজেলার আসকিপাড়া এলাকার মারকেজ এর পুকুর থেকে শিশুটির লাশ উদ্বার করেন।

জানাযায়, প্রতি বছরের ন্যায় বুধবার (২২ মে) সকালে রাজা সৃজনী বিদ্যাপিঠ শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা সফরের উদ্যেশে হালুয়াঘাট উপজেলায় ৫৮জন ছাত্র/ছাত্রী নিয়ে এসে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরাফিরা শেষে অপরাহ্নে আসাকপাড়ার পদু মড়ল এর বাড়িতে অবস্থান নেন। পরে সন্ধায় নাস্তার সময় রাফিন কে না পাওয়ায় স্থানীয় লোকজন সহ প্রতিষ্টানটির ষ্টাফগণ খোঁজাখুজি করে। পরে রাতে মারকেজ এর পুকুরের পানিতে ডুবন্ত ও মৃত অবস্থায় পাওয়া যায় রাফিনকে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, সংবাদ পাওয়ার পর হালুয়ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে