শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘রেমাল’ পর সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

মাসুম পারভেজ, কেরানীগঞ্জ (ঢাকা)
  ২৮ মে ২০২৪, ১৫:৫৪
ছবি: যায়যায়দিন

ঘূর্ণিঝড় ‘রেমাল’ কেটে গিয়ে আবহাওয়া অনূকূলে আসায় ফের ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টায় প্রথম লঞ্চ ঢাকা নদী বন্দর থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি থেকে নৌযান রক্ষা করতে আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুসারে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ করা হয়েছিল। কিন্তু এখন রেমাল পরিস্থিতি কেটে গেছে। সেজন্য আবহাওয়া সংকেত অনুসরণ করে পুনরায় সদরঘাট থেকে আজ মঙ্গলবার বেলা ১২টায় লঞ্চ ছেড়ে যায় গন্তব্যে উদ্দেশ্যে। তাই বলতে পারেন দুপুর থেকেই চলাচল করছে লঞ্চ।

এরআগে, গত ২৫ মে (শনিবার) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে