শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

সিদ্ধিরগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১১ জুন ২০২৪, ১৮:৪৫
ছবি-যায়যায়দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট থেকে সজিব চৌধুরী (২৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওর্য়াডের কদমতলী এলাকায় ১০ তলা ভবনের ৬তলার ১টি ফ্ল্যাটের বারান্দার গ্লিলের সাথে ফাস দেয়া অবস্হায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন সজিব চৌধুরী। তিনি কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে।

প্রায় ২বছর হয় তিনি কদমতলী ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া হিসেবে রুমমেটর সাথে বসবাস করতেন। সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ভবনের ৬তলা ফ্ল্যাটে বারান্দায় এক যুবকের লাশ ঝুলন্ত অবস্হায় দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।তবে সুরতহালে শারীরিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে