শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি
  ১৩ জুন ২০২৪, ১৮:৫১
ছবি-যায়যায়দিন

ঢাকা থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি),-এর ১৩৮ জনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে কলেজ থেকে আগত ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং স্টাফ অফিসাররা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার ও অন্যান্য পরিচালকবৃন্দ।

পরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত এক মত বিনিমিয় সভায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। পরবর্তীতে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ এবং বারি’র বিভিন্ন কেন্দ্র।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে