শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

সারাদেশে গণিত প্রতিযোগিতায় ৩য় হয়েছে ফটিকছড়ির আবরার

ফটিকছড়ি প্রতিনিধি
  ১৩ জুন ২০২৪, ১৯:২৭
ছবি যাযাদি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ বিষয় ভিত্তিক গণিত প্রতিযোগিতায় সারা বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে ফটিকছড়ির মুহাম্মদ আবরার ইয়াছির। সে ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীর শিক্ষার্থী।

ইতিপূর্বে আবরার ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম জেলা ও বিভাগ থেকে প্রথম হয়ে জাতীয় পর্যাযে অংশ গ্রহণ করার সুযোগ লাভ করে। তার পিতা দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জে এম তাওহিদ হোসেন মাতা সৈয়দা শারমিন খানম। আবরারের কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো হাসানুল কবির।

উল্লেখ্য, গত ১০ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঢাকা পিটিআইয়ে বঙ্গবন্ধু কনফারেন্স হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওই মন্ত্রণালযের সচিব ফরিদ আহম্মদ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে