শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 

দেড় ঘণ্টার অবরোধে কুমিল্লায় দীর্ঘ যানজট

শাহজালাল সরকার সাজু, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
  ১৪ জুন ২০২৪, ১৬:১৬
ছবি-যায়যায়দিন

বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে ডেনিম প্রসেসিং প্লান্ট নামের এক গার্মেন্টসের শ্রমিকরা। এতে করে কুমিল্লার চান্দিনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় মহাসড়কের চান্দিনার বেলাশহর এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১২টায় অবরোধ তুলে নেন তারা। তবে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

চান্দিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোহাইব জানান, চান্দিনা বেলাশ্বরে ডেনিম প্রসেসিং প্লান্ট নামের একটি গার্মেন্টস শ্রমিকরা অবরোধ করেন। যে কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ছয় থেকে সাত কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

হাইওয়ের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, অবরোধকারীদেরকে প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে তুলে দেয়া হয়েছে। আপাতত দুই পাশে ধীরগতিতে যানবাহন চলছে। যত দ্রুত সম্ভব মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে