শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

ব্রীজ ভেঙ্গে মাইক্রোবাস খালে, নিহত ৯

আমতলী(বরগুনা ) প্রতিনিধি
  ২২ জুন ২০২৪, ১৬:০৫
আপডেট  : ২২ জুন ২০২৪, ১৯:৩১
সংগৃহীত ছবি

বরগুনার আমতলীতে হলদিয়া হাট ব্রীজ ভেঙ্গে মাইক্রোবাস ও একটি অটো খালে পড়ে গিয়ে ০৯ জন নিহত ও ০২ জন নিখোজ রয়েছে । ঘটনা ঘটেছে শনিবার দুপুরে ।

নিহতরা হলেন মাদারিপুর সিবচর এর জহিরুল ইসলাসের ছেলে রুবাইদা ইসলাম(০৫) ,আবুল কালাম আজাদের ছেলে তাহিয়াদ(০৬),জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া (৩৫), মৃত ফজলুর রহমানের স্ত্রী ফরিদা বেগম (৫০) ,বাবূল মাতুব্বর এর স্ত্রী ফাতেমা বেগম (৪০) ,সোহেল খানের স্ত্রী রাইটি (২৫), আবুল কালাম আজাদ এর স্ত্রী শাহনাজ আক্তার মুন্নি (৪০) ,আবুল কালাম আজাদের মেয়ে তাসমিয়া (১২) ,মো: রফিকুল ইসলামের স্ত্রী রুবাইয়া আক্তার রুবি ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আমতলী উপজেলার ইব্রাহীম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়ার ছেলে ডা: সোহাগ এর সাথে একই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাসুম বিল্লাহ এর মেয়ে হুমায়রা এর সাথে বৃহস্পতিবার বিবাহ হয় । মেয়ে পক্ষ জামাই বাড়িতে বেড়াতে আসে । জামাই বাড়ি বেড়াতে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে ।রিপোর্ট লেখা পর্যন্ত আমতলী ফায়ার সার্ভিস ও পটুয়াখালী থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ আব্যাহত রেখেছে ।

ঘটনার পর পরই বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ,বরগুনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিমেস রায় , আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এড,এম,এ কাদের মিয়া, নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান , আমতলী পৌর মেয়র মো: মতিয়ার রহমান , সহকারী পুলিশ সুপার আমতলী ও তালতলী সার্কেল মো: রুহুল আমিন ,সহকারী কমিশনার (ভ’মি) হাসান তারেক , নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান ,নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা যুথি ঘটনাস্থল পরিদর্শন করেন ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে