শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণ কাজের উদ্বোধন 

ঘোড়াঘাট প্রতিনিধি
  ১০ জুলাই ২০২৪, ১৯:১৫
আপডেট  : ১০ জুলাই ২০২৪, ১৯:৩২
ঘোড়াঘাটে মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণ কাজের উদ্বোধন 
ছবি-যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে ভর্নাপাড়া (পুর্বপাড়া) জামে-মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। আজ বুধবার তিনি প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এ মসজিদের ঢালাই ও নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মসজিদ নির্মাণে নগদ ৫০ হাজার টাকা প্রদানসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় আরও ৫ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

উদ্বোধনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল সহ অনেকে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে