বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

চাঁদপুর প্রতিনিধি
  ১০ জুলাই ২০২৪, ২২:৩৮
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
ফাইল ছবি

চাঁদপুর সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের ঘটনাস্থলে মৃত্যু অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ সাইফুল ইসলাম(২০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং মেহেদী হাসান (২০) নামে অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। তাদের বাড়ি পাশ্ববর্তী হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামে।

জানা যায়, চাঁদপুর শহর থেকে বাড়ি পেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেরই মাথায় গুরুগত আঘাত লাগে। দ্রুত লোকজন ছুটে এসে তাদের চাঁদপুর সদর হাসলপাতালে পাঠনো হয়।

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও বিপ্লব দাস জানিয়েছেন, একজন ঘটনাস্থলে মৃত্যু হয় অপর জন গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসানকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

চাঁদপুর মডেল থানার এস আই সেলিম উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মোটর সাইকেলটির কোনরকম সংঘর্ষের চিহ্ন পাওয়া জায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যায়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে