শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

মাগুরায় আ‘লীগের দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ২০:০০
ছবি-যায়যায়দিন

মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম নামক স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম নামক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা ও আওয়ামীলীগ নেতা ইউসুফ মন্ডলে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । এরই সূত্রধরে চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার সমর্থক আলাউদ্দিন মেম্বারের লোকজন অপর গ্রুপ ইউসুফ মন্ডলে সমর্থক রফিকুল ইসলাম গ্রুপের জাহিদের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এক রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রফিকুল ইসলাম গ্রুপের মোতালেব, হারুন, আল-আমিন, হেলাল, নবুয়ত, জাহিদ এবং রফিকুল ইসলাম গ্রুপের লোকজন আলাউদ্দিন মেম্বর গ্রুপের সুফিয়া, লতিফ, পাঞ্জাব আলী, হানিফ, নেকবার, নবুয়তত, চাঁদ আলী, সিদ্দিক, বদিয়ারসহ উভয় গ্রুপের অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ সময় উভয় গ্রুপের নজরুল ইসলাম (৪৫), সবুর খাঁন (৩৪), মজিদ শেখ (৬৫), হানিফ (৪৪) সহ অন্ততঃ ১০ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । সংঘর্ষে জড়িত থাকায় পুলিশ নবুয়াত ও রিফাতকে আটক করা হয়েছে।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম বলেন, আধিপত্য নিয়ে নবগ্রামে দীর্ঘদিন ধরে দ্বদ্ব চলে আসছিল। এ দ্বদ্বের কারণেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেছিল।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে