নাটোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মেজবাহ আহমেদ (২২) ও মরিয়ম খাতুন (১৬) নামে প্রেমিক যুগলের মৃত্যু হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে সদর উপজেলার গাজীরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেজবাহ আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে ও মরিয়ম খাতুন একই উপজেলা মোক্তারপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন বলেন, নিহতদের পরিবার সূত্রে জানা গেছে তারা পরস্পর প্রেমিক-প্রেমিকা। তারা দু’জন সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে নাটোরের বনপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে গাজীরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাব্বি এন্টারপ্রাইজ নামে একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দূর্ঘটায় জড়িত বাসটি আটক করা গেলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে।
যাযাদি/ এসএম