বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড থেকে বৃষ্টি ভিজে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ রোতে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সকল শিক্ষার্থী হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে স্লোগান দেয়। পরে জেবি মোড়ে বিভিন্ন শিল্পীর দেশাত্মবোধক গান গেয়ে শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
বিক্ষোভ মিছিলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
বিক্ষোভ মিছিলের শুরুতেই পুলিশ বিজিবিসহ বিভিন্ন ধরনের আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান গ্রহণ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষাথীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে চলে গেছে।
যাযাদি/ এসএম