খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন,খুলনা থানার প্রক্তন ওসি আশরাফুল ইসলাম ও এস আই মনিরের বিরুদ্ধে হত্যা মামলা আবেদন করা হয়েছে।
তাদের বিরুদ্ধে৩১ নং-ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মো: বাবুল কাজীকে হত্যার অভিযোগ আনা হয়। মামলরা বিবারণ বলা হয় ২০২১ সালের ২৯ মার্চ বিএনপি কর্মসৃৃচি চলাকালে মো: বাবুল কাজী পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
আজ বৃহসতিবার ১৫ তারিখ সকালে খুলনা মহানগর হকিম আনিচুর রহমানের আদলতে মামলাটি গ্রহণ করে, পিবিআইকে মামলাটি তদন্ত নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।
যাযাদি/ এস