কুমিল্লার মনোহরগঞ্জে ১৫ আগষ্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেককাটা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদীদল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনে নিহতদের আতœার মাগফেরাত কামনায় পাড়া মহল্লায় দোয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রীর জন্মদিন ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। বৃস্পতিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপি নেতা মুনসুর আহমদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ সুলতান খোকন, প্রফেসর আলী মর্তুজা, সরোয়ার জাহান দোলন, মঞ্জুরুল আলম মজনু, অহিদুর রহমান, যুবদল নেতা মাসুদুল আলম বাচ্চু, রহমত উল্ল্যা জিকু, আবুল বাশার, আমান উল্ল্যাহ চৌধুরী, বাহার আলম বাবর, জসিম মেহেদি প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, শাহীন আলম, বাসেত আলম, ফারুকুল ইসলাম, আহসান হাবীব মজুমদার, মোশাররফ হোসেন, অজি উল্লাহ, যুবদল নেতা মোজাম্মেল হক, মো. কামরুজ্জামান, মনির হোসেন, মো. আলাউদ্দিন, সুজন, সেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন মোহন, কামাল হোসেন, সাফায়েত হোসেন, সবুজ, ছাত্রদল নেতা মোবারক হোসেন, মেহেদি হাসান, নাদিম মাহমুদ, সাইফুল ইসলাম, মিনার রহমান, সজিবুর রহমান শান্তসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
যাযাদি/এসএস