শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

মহম্মদপুরে রিভলবার, গুলি ও অস্ত্র উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৩
ছবি : যায়যায়দিন

মাগুরা মহম্মদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এ সময় রাশেদুজ্জামান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিশংরপুর গ্রামের আকরাম মোলার ছেলে রাশেদুজ্জামানের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী।

পুলিশ জানায়, উপজেলার কালিশংকরপুর গ্রামের রাশেদুজ্জামানের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র-গুলি রয়েছে; এমন সংবাদের ভিক্তিতে ঘটনার দিন সকালে যৌথবাহিনী ওই বাাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার ঘরের ট্রাংক থেকে একটি দেশীয় রিভলবার এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী। এ সময় তার একটি চাকু, একটি রামদা, একটি মোটরসাইকেল ও তার কাছে থাকা ২৮ হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাশ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে