বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

গফরগাঁওয়ে জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬
ছবি : যায়যায়দিন

‌‍''‌তোমরা দ্বীন প্রতিষ্ঠা কর এ ব্যাপারে মতবিরোধ করো না" আল-কোরআনের এই স্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে । প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকেলে উপজেলার লংগাইর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

লংগাইর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রিন্সিপাল মাওলানা মোতালেবের সভাপতিত্বে কর্মী সমাবেশ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলার শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

এসময় উপস্থিত ছিলেন - লংগাইর ইউনিয়নের আমীর সোহেল রানা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাগলা থানা শাখা আমীর মাওলানা এমদাদুল হক এবং পাগলা থানা শাখার সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও এবং পাগলা থানা শাখা জামায়াতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গফরগাঁও উপজেলার শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, মানুষের অধিকার আদায়ের ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামী । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে নস্যাৎ করার জন্য দেশে বহুমুখী চক্রান্ত চলছে। সেই অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। গণঅভ্যুত্থানের অর্জনকে কোনো অপশক্তি নষ্ট করতে চাইলে জামায়াতে ইসলামী ও দেশপ্রেমিক সচেতন নাগরিকেরা তা প্রতিহত করবে, ইন শা আল্লাহ।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে