১০ মাসের ব্যবধানে আবারও জেলার ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ও শিধলকুড়া ইউনিয়নের চার মৌজার ৫শ একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার পূর্বডামুড্যা ও শিধলকুড়া ইউনিয়নের চার মৌজা, বড় নওগা, চরঠেঙ্গার বাড়ী, দিকশুল ও সম্ভুকাটি মৌজার প্রায় ৫শ একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে জমির মালিক, চাষী ও ব্লক ম্যানেজাররা অংশ নেয়।
এর পরে উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে একটি স্মাকলিপি দেয় ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘ ৭/৮ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামীল এর ছত্রছায়ায় একটি মহল প্রবাহমান খালের মুখে বাঁধদিয়ে মাছের ঘের করেছে। এতে কয়েক বছর তিন ফসলি জমি এক ফসল শুধু ধান করা যেতো। এখন তাও করা যাচ্ছেনা।
এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষনের কারনে পানি আটকে থাকায় ফসল দূরের কথা ঘরে থাকা অসম্ভব হয়ে পরেছে। এখনই এ পানি অপসারণ করা না গেলে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় উঠতে হবে। গত বছর ২৫ নভেম্বর একই স্থানে একই দাবী নিয়ে আমরা মানব বন্ধন করি। তখনকার উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত এসে মানববন্ধনকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় গণশুনানী। এতে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করে সাতদিনের মধ্যে এ সমস্য সমাধানের ব্যবস্থা নিব। পরে সহকারি কমিশনানের নেতৃত্বে গঠিত টিমকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। এর পর ১০ মাস কেটে গেলেও আমাদের সমস্যার কোন সমাধান হয়নি। তাই আমরা আইন মেনে আজ আবার এসেছি। আমাদের দাবী মানা না হলে আমরা নিজেরাই সম্মিলিত ভাবে খালের মুখের বাঁধ কেটে দিব।
এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, শিধলকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন খোকন, পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য সোহাগ মাল, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মাঝি, জমির মালিক গোলাম ফারুক (পিয়ারু তালুকদার) এমদাদুল হক মাঝি, রফিকুল ইসলাম সুমন খাঁন, মহন হাওলাদার, কৃষক নাজমুল মোল্লা, সেকান্তর মাঝী, লিটন সরদার, আবু কালাম মাল সহ ওই এলাকার শতাধিক কৃষক ও জমির মালিক উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম