মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

চকরিয়ায় বাস চাপায় প্রবাসী নিহত

চকরিয়া (কক্সবাজার)  প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৮
প্রতিকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় মো. রফিক (৪০) নামে এক প্রবাসি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকার ৫ টার সময় মহাসড়কের চকরিয়ার হারবাং লাল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. রফিক উপজেলার হারবাং ইউনিয়নের শালবাগান এলাকার নুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান , রফিক সৌদি আরব থেকে গত এক সপ্তাহ আগে দেশে ফেরেন। বৃহস্পতিবার বিকালে তার নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি নির্মানের জন্য কংকর কিনতে যাচ্ছিলেন । এ সময় লালব্রীজ এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস পেছনদিক থেকে তার মোটরসাইকেলকে চাপা দিলে রফিককে ঘটনাস্থলে নিহত হন।

চিরিঙ্গা হাইওয়ে থানার (ইনচার্জ) মো. নাজমুল ইসলাম দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হবার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস গাড়ি জব্দ করা হয়। নিহতের লাশ প্রয়েোজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে