বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সহধর্মিনী মরহুমা আলহাজ্ব সুলতানা রাজিয়া'র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দেওড়া এলাকায় আহসান উল্লাহ্ সরকার ইসলামিক ফাউন্ডেশন এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন,শাহনুর রহমান রনি সরকার,সরকার সাইফুল ইসলাম বিপ্লব, ডাঃ সরকার সাইদুল ইসলাম সেলিম,যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল, শেখ সুমন প্রমুখ। এ সময় মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া হয়। মোনাজাত শেষে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চা ও হাজারো বিএনপির নেতা কর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
যাযাদি/এসএস