ঠাকুরগাঁওয়ে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পোশাক ও খাদ্য বিতরণ করেছে আব্দুল আলী-নুরুন্নাহার ফাউন্ডেশন। বুধবার সকালে শহরের মুন্সিপাড়া এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এই পোশাক বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আমেরিকান প্রবাসী আলহাজ্ব ফিরোজ হাসান তাঁর প্রয়াত বাবা জেলার বিশিষ্ট সমাজসেবী এডভোকেট আব্দুল আলী এবং মা নুরুন্নাহার বেগমের স্মৃতিতে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশন ইতিমধ্যেই জেলার দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদান, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, এতিম-দরিদ্রদের সহায়তায় নানা সমাজসেবামূলক কার্যক্রম করে এসেছে।
ছাত্র-শিক্ষকদের মধ্যে এই পোশাক বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম, স্থপতি সাম্য হোসেন শান্ত, সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুসহ মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকগণ ও স্থানীয় মুসল্লীরা।
যাযাদি/ এসএম