চান্দিনা এতবারপুরে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের হতদরিদ্রদের মাঝে ১৫টাকা দরে বিক্রয়ের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ২০১ বস্তা চাউল,২শত ১ জন পরিবারে মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ট্যাগ অফিসার নুরজাহান বেগম, এতবারপুর ইউনিয়ন পরিষদের সচিব এটিএম কবির হোসেন ৬ নং ওয়ার্ড সদস্য মো: ইব্রাহিম, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা আক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব চাল বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, আজকে ট্যাগ অফিসার ও ইউনিয়ন সচিব উপস্থিত থেকে চাল বিতরণ করা হচ্ছে। বিতরণে আমরা কোন অনিয়ম অভিযোগ পাইনি, অনিয়ম পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।