বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

চান্দিনা এতবারপুরে ভিজিএফের চাল বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৪, ২০:৩২
ছবি যাযাদি

চান্দিনা এতবারপুরে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের হতদরিদ্রদের মাঝে ১৫টাকা দরে বিক্রয়ের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ২০১ বস্তা চাউল,২শত ১ জন পরিবারে মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ট্যাগ অফিসার নুরজাহান বেগম, এতবারপুর ইউনিয়ন পরিষদের সচিব এটিএম কবির হোসেন ৬ নং ওয়ার্ড সদস্য মো: ইব্রাহিম, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা আক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব চাল বিতরণ করা হয়।

এতবারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ বলেন,চালের ডিলারসিপ আমার ভাইয়ের নামে, আমরা সরকারি নিয়ম নিতি মেনেই সবসময় চাল বিতরণ করে আসছি, একটি কুচক্রীমহল আমার সুনাম নষ্ট করার জন্য, মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ভিভিন্ন ভাবে প্রচার করছে। আমি এই মিথ্যা বানোয়াট তথ্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, আজকে ট্যাগ অফিসার ও ইউনিয়ন সচিব উপস্থিত থেকে চাল বিতরণ করা হচ্ছে। বিতরণে আমরা কোন অনিয়ম অভিযোগ পাইনি, অনিয়ম পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে