বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

হাসপাতালে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হামলা-ভাঙচুরের প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৪:১২
ছবি : যায়যায়দিন

জামালপুর এম এ রশীদ হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর ও জেলায় বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে পৌর শহরের থানা মোড় বটতলা চত্বরে উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, হযরত শাহ কামাল হাসপাতালের পরিচালক এড. আনছার আলী, তুষার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল লতিফ, ল্যাব কেয়ার ডায়গনস্টিক সেন্টারের পরিচালক আলম খান, যমুনা বেসরকারি হাসপাতাল পরিচালক রফিকুল ইসলাম, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক আব্দুল হাকিমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন, জামালপুর এম এ রশীদ হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের মেইন ফটকের দরজা, জানালা সহ আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতি সাধন করে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে